ডেঙ্গু কিভাবে বুঝা যাবে

0
56
ডেঙ্গু
pic collected from:pexels

ডেঙ্গু কিভাবে বুঝা যাবে সেটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি।ডেঙ্গু জ্বর কিভাবে বুঝা যাবে জেনে নিন-ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ। এটি গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে সাধারনত দেখা যায়। ডেঙ্গু প্রধানত Aedes aegypti নামক মশাবাহিত এক মারাত্বক ভাইরাস। এই ভাইরাস বাহিত মশা যখন একজন সুস্থ মানুষকে কামড়ায় তখন সে ব্যাক্তি ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।

ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন রয়েছে। যথা: ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। ডেঙ্গু ২য় বা তৃতীয়বার আক্রান্ত হলে তীব্রতা ও জটিলতা বেশি দেখা দেয়।

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও উপসর্গ * জ্বর ও ঠান্ডা লাগা। * মাথাব্যথা * পেশি, হাড় বা জয়েন্টে ব্যথা * বমি বমি ভাব বা বমি হওয়া * চোখের পিছনে ব্যথা * গ্রন্থি ফুলে যাওয়া * গায়ে লাল রঙের ফুসকুড়ি ওঠা * প্রচণ্ড পেট ব্যাথা * ক্রমাগত বমি হওয়া * মাড়ি বা নাক থেকে রক্ত পড়া * প্রস্রাবে রক্ত * মলে বা বমিতে রক্ত * ত্বকের নিচে রক্তপাত * শ্বাসকষ্ট

ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। কোনোভাবেই শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করতে হবে। সেইসঙ্গে দিনে একটি করে ডাবের পানি খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ খাবেন না।

ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। কোনোভাবেই শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করতে হবে। সেইসঙ্গে দিনে একটি করে ডাবের পানি খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ খাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here