দুবাইতে ভয়বহ বন্যার কারন কি

0
70
flood in dubai.pic collected from:ki keno kivabe youtube channel

সাম্প্রতিক সময়ে দুবাই ভয়বহ বন্যার কবলে পড়ে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।এমন বন্যা দুবাই আগে কোনদিন প্রত্যক্ষ করেনি।এই বন্যায় দুবাইয়ের প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে।কিন্তু কি এমন হলো যাতে দুবাই এমন ভয়ংকর বন্যার সম্মুখীন হয়েছে।

অনেকে মনে করেন কৃত্তিমভাবে বৃস্টিপাত ঘটানোর ফলেই দুবাইতে এমন হয়েছে।কেউ কেউ আবার মানে করেন ধর্ম বিপক্ষ কার্যকলাপের জন্য হয়তো আল্লাহ গজব নাজিল করেছেন।কিন্তু আসলে কি হয়েছে মানবসৃস্ট কারনে নাকি আল্লাহর কোনো সাজা সেগুলোই জানব।

অধিকাংশ বিজ্ঞানীরা মনে করেন দুবাইয়ের এই ভয়বহ বিপর্যয়ের পিছনে দায়ী হলো গ্লোবাল ওয়ারমিং বা জলবায়ু পরিবর্তন।কৃত্তিম বৃস্টিপাতের জন্য এই বন্যা কে সরাসরি দায়ী করা না গেলেও এর প্রভাব অস্বীকার করা যাবেনা।তবে বিজ্ঞানীদের ধারনা গ্লোবাল ওয়ারমিং বা জলবায়ু পরিবর্তনই দুবাইয়ের এই আকস্মীক বন্যার জন্য দায়ী।জলবায়ু পরিবর্তন বাড়তে থাকলে ভবিষ্যতে আরো বড় রকম প্রাকৃতিক ভয়াবহ বিপর্যয় ঘটার সম্ভাবন রয়েছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here