ফেসবুকের পাসওয়ার্ড পাল্টানোর সহজ উপায়

0
37
ফেসবুক আইডি ডিলিট
pic : ফেসবুক আইডি ডিলিট

ফেসবুকের পাসওয়ার্ড পাল্টানো খুব একটা কঠিন বিষয় নয়। ফেসবুকের পাসওয়ার্ড পাল্টানোর কিছু সহজ উপায় রয়েছে। আপনি ফেসবুকের পাসওয়ার্ড পাল্টানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

মোবাইল অ্যাপের মাধ্যমে:

অ্যাপ খুলুন: ফেসবুক অ্যাপটি খুলুন এবং লগ ইন করুন।

মেনুতে যান: নিচে ডান দিকে বা উপরে ডান দিকে (অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের উপর নির্ভর করে) তিন লাইন বিশিষ্ট মেনু আইকনে ক্লিক করুন।

সেটিংস ও প্রাইভেসি: “Settings & Privacy” মেনুতে যান।

সেটিংস: এরপর “Settings” এ ক্লিক করুন।

পাসওয়ার্ড ও সিকিউরিটি: “Password and Security” অপশনটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করুন।

পাসওয়ার্ড পরিবর্তন: “Change Password” অপশনটিতে ক্লিক করুন।

বর্তমান এবং নতুন পাসওয়ার্ড: আপনার বর্তমান পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ডটি পুনরায় লিখুন।

সেভ করুন: সব তথ্য সঠিকভাবে দিলে “Save Changes” বাটনে ক্লিক করুন।

Daraz offer
daraz bd offer

Read more : লিভ টুগেদার কি

কম্পিউটারের মাধ্যমে:

ফেসবুক খুলুন: আপনার ওয়েব ব্রাউজারে ফেসবুক খুলুন এবং লগ ইন করুন।

সেটিংস ও প্রাইভেসি: উপরের ডান দিকে ড্রপডাউন মেনু থেকে “Settings & Privacy” নির্বাচন করুন।

সেটিংস: “Settings” অপশনে যান।

সিকিউরিটি ও লগইন: বাম পাশের মেনু থেকে “Security and Login” নির্বাচন করুন।

পাসওয়ার্ড পরিবর্তন: “Change password” অংশে যান এবং “Edit” বাটনে ক্লিক করুন।

বর্তমান এবং নতুন পাসওয়ার্ড: আপনার বর্তমান পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ডটি পুনরায় লিখুন।

সেভ করুন: সব তথ্য সঠিকভাবে দিলে “Save Changes” বাটনে ক্লিক করুন।

Jenerakho
এই ছবিতে ক্লিক করে দারাজ দিয়ে কিনুন অফারে

Read more : জন্মদিনে গিফট হিসাবে কি দেওয়া যায়

এই ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here