বাংলাদেশে কুরবানী কত তারিখ হবে জেনে নিন

1
38
কুরবানী কত তারিখ হবে
পিক; সগ্রহীত

বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদির আকাশে। এ অবস্থায় ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাহলে এখন সেই হিসাবে বাংলাদেশে কুরবানী কত তারিখ হবে একটা ধারনা পাওয়া সম্ভব। আসুন বাংলাদেশে কুরবানী কত তারিখ হবে জেনে নিন।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সেই হিসাবে ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

তবে বিষয়টি নিশ্চিত হতে শুক্রবার (৭ জুন) পর্যন্ত অপেক্ষা করতে হবে। জিলহজ মাসের চাঁদ দেখার জন্য এদিন ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

 আগামী ১৫ জুন সৌদিতে হজ ও ১৬ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে।


চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়।

জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। 

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।

daraz bikas offer
daraz bikas offer

কুরবানীর নিয়মাবলী:কুরবানী করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে :

  • উপযুক্ত পশু নির্বাচন: কুরবানীর জন্য বেছে নেওয়া পশু হতে হবে স্বাস্থ্যবান ও নির্দিষ্ট বয়সের
  • ইচ্ছা ও নিয়ত: কুরবানী করার সময় নির্দিষ্ট নিয়তের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটি করতে হবে।
  • জবাইয়ের পদ্ধতি: শরিয়াহ মোতাবেক পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত বের করে জবাই করতে হবে।
  • আরো পড়ুনঃ কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায়

    আরও পড়ুনঃ সবচেয়ে বেশি আয়কারী মুভি কোনগুলো

    আরোঃ মাথা ব্যাথা কেন হয়

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here