বিলাসবহুল হোটেলে স্টার মান কি ভাবে নির্ধারন করা হয়

1
104
#hotel pic

বিলাসবহুল হোটেলে স্টার মান কি ভাবে নির্ধারন করা হয় হোটেলের স্টার মান নির্দাশনের অনেক দিক বিবেচনা করা।তার মধ্যে হোটেলের গুণগতমান পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থান খাদ্যের মান আরো অনেক কিছু বিবেচনায় আনা হয়।।

হোটেলে স্টার বিবেচনার মানদন্ডের কিছু বৈশিষ্ট্য হলো-

1★ স্টার – নিম্নতম বাজেটের সুযোগ সুবিধা সহ আবসন ব্যবস্থা করা হয়।এগুলো সাধারণত সীমিত সুবিধা এবং সাশ্রয়ের মূল্যে সেবা দিয়ে থাকে।

2★- সামান্য উচ্চ স্তরে পরিষেবা প্রদান করে।কিছু কিছু ক্ষেত্রে ওয়াইফাই এর ব্যবস্থা থাকে

3★-এরা মধ্যে স্তরের সুযোগ সুবিধা প্রদান করে ওয়াইফাইসহ রেস্তরা কনফারেন্স রুম ব্যবস্থা থাকে

4★-উচ্চমানের সুযোগ সুবিধা প্রদান করে থাকে কিছু কিছু ক্ষেত্রে একাধিক রেস্তরা স্পা ও ফিটনেস সেন্টারের ব্যাবস্থা থাকে

5★-তারা বিলাসিতা হোটেলের সর্বোচ্চ স্তরের সুযোগ সুবিধা প্রদান করে থাকে।ডাইনিং, রেস্টুরেন্ট,পুল সহ সকল প্রিমিয়াম সুবিধা গুলো দিয়ে থাকে।।

1 COMMENT

  1. Do you have a spam problem on this website;
    I also am a blogger, and I was curious about your situation; we have created some nice
    methods and we are looking to exchange techniques with others, be sure to shoot me an email if interested.

    Feel free to visit my web blog: John E. Snyder

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here