কিছু প্রশ্ন যার উত্তর বিজ্ঞান কখনো দিতে পারবে না

0
71
pic collected from:pexels.com

★জীবন কিভাবে শুরু হয়েছে:আমাদের পৃথিবী গাছপালা প্রাণী ব্যাকটেরিয়া আলো বাতাসে ভরপুর।আর এগুলো পুন: উৎপাদন চলতেই থাকবে কিন্তু বিজ্ঞান কখনো সঠিকভাবে বলতে পারবে না পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব কিভাবে আসলো।

★ ইউনিভার্স কী অসীম:আমাদের ইউনিভার্স এর শেষ সীমা এখনো বিজ্ঞান খুঁজে বের করতে পারেনি।হয়তো আলোর গতিকে পরাস্ত করতে পারলে এটি সম্ভব হবে।কিন্তু তা একরকম অসম্ভব।

★পৃথিবীতে কত রকম প্রজাতি আছে:প্রাণী,গাছপালা অনুজীব সহ কত রকম প্রাণী আছে তা কখনোই নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে না। ★মহাবিশ্বে আমরা কি একা:মহাবিশ্বে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র রয়েছে।তাই এই প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়া যাবে না।কিন্তু বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে অন্য প্রাণ থাকা সম্ভাবনা রয়েছে।

★মৃত্যুর পর আমাদের সাথে কি হয়:এই প্রশ্নের উত্তর হয়তো লক্ষ কোটি মানুষ জানেন কিন্তু তারা আমাদের বলতে বলতে পারবেন না কারণ তারা পৃথিবীতে নেই।আর বিজ্ঞানও কোনদিন এই প্রশ্নের উত্তর বের করতে পারব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here