শারেরীক মিলন বিবাহিত জীবনে কতটা গুরুত্বপূর্ন

0
47
pic collected from:pexels.com

মানুষের অন্যান্য সাধারন চাহিদা যেমন রয়েছে তেমন দৈহিক চাহিদাও রয়েছে।সেটা নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোয্য।অনেকে মনে করেন নারী দের হয়তো দৈহিক চাহিদা নেই।এই ধারনাটি একদম ভুল।

তবে হ্যা পুরুষদের দৈহিক চাহিদা মেয়েদের থেকে বেশি।আর পুরুষ এবং মহিলাদের চাহিদা ও তৃপ্তির ধরন ও আলাদা আলাদা।পুরুষদের ও মহিলা ভিত্তিতে এটা সাধারনত ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

এখন আলোচনা করা যাক সম্পর্কে শারেরীক মিলন কতটা গুরুত্বপূর্ন-

শারেরীক মিলন সম্পর্কে ভালোবাসা বাড়ায়।একটি গবেষনায় দেখা গেছে যেসব দম্পত্তি বিবাহের পর নিয়মিত শারেরীক মিলন করেন তাদের ডিভোর্স রেট অনেক কম।এটা একজনের প্রতি অন্যজনের ইমোশন,ভালোবাসা,ভরসা ও বিশ্বাস বৃদ্ধি করে।নিয়মিত শারেরীক মিলনের ফলে স্ট্রেস কম হয়।শারেরীক স্ব্যাস্থ্যের উন্নতি ঘটে,ভালো ঘুম হয়,ইমিউন সিস্টেম ভালো কাজ করে।তাই একটি হেলদি রিলেশন বজায় রাখার জন্য ও বংশধর সৃস্টিতে বিবাহিত জীবনে শারেরীক মিলন একটি অতি প্রয়োজনীয় বিষয়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here